ঝিনাইদহে ‘মাদক কারবারি ছিনতাই’, পুলিশ-এলাকাবাসী সংঘর্ষ

ঝিনাইদহ সদরে মাদক বেচাকেনার অভিযোগে আটক এক ব্যক্তিকে ‘ছিনিয়ে নেওয়ার’ পর এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2022, 05:30 PM
Updated : 6 May 2022, 05:51 PM

উপজেলার মধুপুর বাজারে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান।

এ ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ।

সোহেল রানা বলেন, “মধুপুর বাজারের চা-দোকানি আকিদুর চায়ের পাশাপাশি মাদক কারবার করেন। গোপন খবর পেয়ে সন্ধ্যার আগে পুলিশ তার দোকানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করে। এরপর তাকে থানায় আনার পথে স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে এলাকাবাসী পুলিশের উপর হামলা করে আকিদুরকে ছিনিয়ে নেয়।

“এ সময় তারা পুলিশের উপর ইটপাটকেল ছুঁড়লে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।”

সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে জানিয়ে ওসি বলেন, অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।