২০ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে সাড়ে ৭ হাজার মোটরসাইকেল পার

বঙ্গবন্ধু বহুমুখী সেতু দিয়ে গত ২০ ঘণ্টায় সাড়ে ৩৬ হাজার যানবাহন পার হয়েছে; এর মধ্যে মোটরসাইকেল ছিল সাড়ে সাত হাজার।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2022, 02:39 PM
Updated : 29 April 2022, 04:35 PM

শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতুর ভূঁয়াপুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) আহসান মাসুদ বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার মধ্য রাত ১২টা থেকে শুক্রবার রাত ৮টা পর‌্যন্ত সেতু দিয়ে মোট ৩৬ হাজার ৫৩৯টি যান পার হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল ছিল সাত হাজার ৪৯০টি।”

“এখান থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৭২ লাখ ৮৫০ টাকা।”

ঈদযাত্রায় ঢাকা থেকে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের পথে যানবাহনের চাপ থাকলেও স্বাভাবিকভাবে চলাচল করছে। মোটরসাইকেলের জন্য গোলচত্বর থেকে আলাদা দুটি লেন দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা হয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্ব সংযোগ সড়কে এবং সেতু পার হয়ে সিরাজঞ্জের সীমানা পর্যন্ত তেমন কোন অসহনীয় যানজট দেখা যায়নি।