মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়ন: শিক্ষকের জবানবন্দি
ফেনী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2022 11:00 AM BdST Updated: 24 Apr 2022 11:57 AM BdST
ফেনীর সোনাগাজীতে এক মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার তার এক শিক্ষক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার বিকালে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে মোস্তাকিম বিল্লাহ নামের ওই শিক্ষক জবানবন্দি দেন বলে সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম জানান।
২৩ বছর বয়সী মোস্তাকিমের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায়।
শুক্রবার রাতে সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের জামিয়া ইসলামিয়া দারুণ উলুম এতিমখানা মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বরাতে পরিদর্শক বলেন, গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে মোস্তাকিম ১৪ বছর বয়সী এক ছাত্রকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন। ছেলেটি ভয়ে কাউকে কিছু না বললেও পরদিন সকালে ছাত্ররা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করলে ঘটনাটি জানাজানি হয়।

প্রতীকী ছবি
আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে মোস্তাকিমকে আদালতের নির্দেশে ফেনী কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
মামলার বাদী বলেন,“ঘটনাটি শোনার পর তিনিসহ পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে ছাত্রদের একে একে ডেকে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় অন্তত ১০ ছাত্র মোস্তাকিমের নির্যাতনের শিকার হয়েছে বলে জানায়। পরে মোস্তাকিমকে ডেকে জানতে চাওয়া হলে তিনি একাধিক ছাত্রকে যৌন নিপীড়নের কথা স্বীকার করেন। ”
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের জামিন নামঞ্জুর
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
-
মোটরসাইকেল চালুর দাবিতে পদ্মা সেতুর টোল প্লাজায় মানববন্ধন
-
যশোরের সীমান্তে ১৮ কেজি রুপার অলংকার আটক
-
পঞ্চগড়ে চাহিদার দেড় গুণ পশু, বিক্রি নিয়ে শঙ্কা
-
মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়ার পর মরল ১৪০০ হাঁস
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ