চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে হতাশা: সন্তু লারমা

পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পরও ‘পূর্ণাঙ্গ বাস্তবায়ন’ না হওয়ায় পাহাড়ের মানুষ হতাশা, গ্লানি নিয়ে বর্ষবরণ করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2022, 10:20 AM
Updated : 10 April 2022, 10:21 AM

রোববার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে বিজু, সাংগ্রাই, বৈসুক, সাংক্রান, বিষু, বিহু উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সন্তু লারমা বলেন, “পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পার হয়েছে। যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছিল আজও  তা পূরণ হয়নি। ফলে জুম্ম জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে।”

অবিলম্বে চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার দাবি জানান এই পাহাড়ি নেতা।

বর্ষবরণ উপলক্ষে রোববার রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে পাহাড়িদের ঐহিত্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়। এরপরই বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।

প্রতিবছর এই শোভাযাত্রার মাধ্যমেই বৈসাবির আনুষ্ঠানিকতা শুরু হয়। পাহাড়িরা এতে অংশ নিয়ে নিজেদের ঐতিহ্য তুলে ধরে। শোভাযাত্রায় বিভিন্ন নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জাবারং-এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রাজীব চাকমা, রাঙামাটি বিজু, সাংগ্রাই, বৈসুক, সাংক্রান, বিষু, বিহু উদযাপন পরিষদের আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা উপস্থিত ছিলেন।

ব্ক্তারা দেশবাসীকে বর্ষবরণ ও বিদায়ের শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রামের জুম্ম সংস্কৃতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।