‘ব্রেক ধরতে গিয়ে উল্টে গেল অটোরিকশা’, চাপা পড়ে শিশুর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একটি সেতুর টোল প্লাজায় সামনে গাড়ি দেখে ব্রেক ধরতে গিয়ে একটি অটোরিকশা উল্টে গেছে। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে প্রাণ গেছে এক শিশুর।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2022, 09:25 AM
Updated : 22 Feb 2022, 09:56 AM

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবু রায়হান (দেড় বছর) বকশীগঞ্জের বাট্টাজোর ঝোড়ারপার গ্রামের শাহীন আলমের ছেলে।

ওসি বলেন, শাহীন স্ত্রী ও সন্তান নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে রৌমারীতে যাচ্ছিলেন। পথে পাথরের চর ব্রিজের টোল ঘরের সামনে টাকার নেওয়ার জন্য বাঁশ নামিয়ে দেওয়া হয়।

এ সময় অটোরিকশা চালক দ্রুত ব্রেক ধরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ওই শিশুর মৃত্যু হয়।

পাথরেরচর ব্রিজের টোল আদায়কারী ইজারাদার সরোয়ার আলম জানান, অটোরিকশাটির সামনে অন্য গাড়ি ছিল। এ সময় চালক ব্রেক করলে অটোরিকশাটি উল্টে শিশুর মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।