কোভিড থেকে বাঁচতে টিকা নিলেও ট্রাক্টরে গেল স্কুলছাত্রীর প্রাণ

করোনাভাইরাসের টিকা নিয়ে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টর চাপায় এক ‍স্কুলছাত্রী নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2022, 04:40 PM
Updated : 10 Feb 2022, 04:40 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আয়লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানিয়েছেন।

নিহত উর্মি আক্তার (১৫) নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং সুতারপাড়া গ্রামের রতন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উর্মি আক্তার বেলা ১১টার দিকে করোনাভাইরাসের টিকা নিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে যান। দুপুর দেড়টার দিকে টিকা নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই উর্মি নিহত হন।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী প্রায় এক ঘণ্টা কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার উজ জামান ও করিমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা নূর হোসেন উপস্থিত হয়ে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করেন, জানান পরিদর্শক আনোয়ার।

তিনি জানান, ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনও মামলা হয়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা।