‘চিকিৎসকরা অপারেশন থিয়েটারে’, ময়মনসিংহে অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে; আর নার্সকে মারধরের অভিযোগ তুলেছেন চিকিৎসকরা।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2022, 04:59 PM
Updated : 28 Jan 2022, 04:59 PM

হাসপাতালে যখন রোগী নেওয়া হয় তখন ‘চিকিৎসকরা অপারেশন থিয়েটারে’ ছিলেন বলে হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) জাকিউল ইসলাম জানিয়েছেন।

জাকিউল ইসলাম বলেন, শুক্রবার রাত ৮টার দিকে রোহান (৪) নামে এক শিশুকে হাসপাতালে আনার পর মৃত্যু হলে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়।

রোহান জেলার মুক্তাগাছা উপজেলার মুজাহাটি গ্রামের মোহন মিয়ার ছেলে।

শিশুর স্বজনরা বলেন, বিকালে সড়ক দুর্ঘটনায় আহত রোহানকে হাসপাতালে নেওয়ার পর ডাকাডাকি করলেও কোনো চিকিৎসক আসেননি। পরে এক নার্স এগিয়ে গেলে তাকে মারধর করেন শিশুর এক চাচা। তখন চিকিৎসকরা গিয়ে শিশুর স্বজনদের মারধর করেন।

এ সময় শিশুটি বিনা চিকিৎসায় মারা যায় বলে স্বজনদের অভিযোগ।

তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম।

তিনি বলেন, “অবহেলার কোনো ঘটনা ঘটেনি। চিকিৎসকরা অপারেশন থিয়েটারে ছিলেন। পরে নার্স ওই শিশুর কাছে গেলে নিহতের স্বজনরা তাকে মারধর করেন। বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।”