উল্লাপাড়ায় বসতবাড়িতে হামলা, নারীর চুল কাটার অভিযোগ

স্থানীয় বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসতবাড়িতে ভাংচুর ও লুটপাটসহ দুই নারীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2022, 02:26 PM
Updated : 23 Jan 2022, 02:26 PM

রোববার সকালে উপজেলার উধুনিয়া ইউনিয়নের তরফ বয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে থানায় অভিযোগ করা হয়। 

অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করলেও চুল কাটার বিষয়টিকে ‘সন্দেহজনক’ বলছে পুলিশ।

বয়ড়া গ্রামে জিল্লুর রহমান ও বাবলু সরকার অভিযোগ করেন, পূর্ব বিরোধের জের ধরে এলাকার আব্দুল মজিদের লোকজন হামলা চালিয়ে তিনটি বসতবাড়ির বেড়ার টিন, দরজা-জানালা, ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাংচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।

হামলায় পরিবারের ৪/৫ জন আহত হয়েছে বলেও তাদের অভিযোগ।  

একই গ্রামের আরেকজন বলেন, হামলার সময় তার বৃদ্ধা মা (৬০) ও স্ত্রীকে (৩০) মারপিট করে দুজনেরই মাথার কিছু চুল কেটে দিয়েছে।

এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার এস আই আব্দুস সালাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। হামলাকারীরা কুপিয়ে পাঁচটি ঘরের বেড়ার টিন ক্ষতিগ্রস্ত করেছে।

“চুল কাটার বিষয়টি সন্দেহজনক, তদন্ত চলছে।”

ক্ষতিগ্রস্তরা থানায় লিখিত এজাহার দাখিল করেছেন; এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে আব্দুল মজিদের মোবাইলে ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।