শাহজালালে শিক্ষার্থীদের উপর ‘হামলার’ প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2022 11:26 PM BdST Updated: 16 Jan 2022 11:26 PM BdST
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ‘হামলার’ প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রোববার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পক্ষে জাবি ডিবেট অর্গানাইজেশনের সহ-সভাপতি তাপসী দে প্রাপ্তি বলেন, “বিচারহীনতার এই রাষ্ট্রের প্রত্যক্ষ নজীর আজকের এই হামলা, যেখানে ছাত্রীরা হলের নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়ে বলতে গিয়ে শিক্ষকের স্বৈরাচারী আচরণের মুখোমুখী হন। শিক্ষার্থীদের দাবি মেনে না নিলে আমাদের প্রতিরোধ আরও জোরদার হবে।”
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দপ্তর সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, “নিরস্ত্র ছাত্ররা নিজেদের দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের কাছে গিয়েছিল। তাদের মারার জন্য ‘সোয়াট’ বাহিনী নিয়ে আসা একটি ন্যাক্কারজনক ঘটনা।”
শাবি বন্ধ ঘোষণা, বিতর্কিত প্রভোস্টের পদত্যাগ
অবরুদ্ধ শাবি উপাচার্যকে উদ্ধারে পুলিশের লাঠিপেটা, আহত অর্ধশত
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার আহ্বায়ক শোভন রহমান বলেন, আগে শিক্ষকরা বলতেন শিক্ষার্থীদের গায়ে গুলি করার আগে তাদের গায়ে গুলি করতে হবে। কিন্তু বর্তমানে শিক্ষক-উপাচার্যরা তাদের দুর্নীতি, অনিয়ম ঢাকার জন্য ছাত্র ও পুলিশকে সাধারণ শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেয়।
হামলার নিন্দা জানিয়ে তিনি শাবি শিক্ষার্থীদের তিন দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান।
শাবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। রোববার চতুর্থ দিনের মতো তাদের আন্দোলন অব্যাহত থাকে।
দুপুর আড়াইটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। বিকাল ৫টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে।
বিকাল সাড়ে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় শিক্ষার্থী, কর্মকর্তাসহ অন্তত অর্ধশত আহত হয়েছে।
-
বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ৯
-
ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
-
দুই বছর পর খুলনা-কলকাতা ট্রেন চালু রোববার
-
গবেষণায় অবদানের জন্য শাবির ৩ শিক্ষককে ’ভিসি অ্যাওয়ার্ড’
-
ফরিদপুরে সাড়ে তিন হাজার ভরি রুপা উদ্ধার, আটক ২
-
পাবনায় শিক্ষককে মারধরের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
-
মেহেরপুর পৌর ভোটে ‘সব কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা’
-
কুমিল্লায় নৌকার প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম