সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ: ৪ মামলায় আসামি ৮ শতাধিক

সিরাজগঞ্জ শহরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী যুবলীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় থানায় চারটি মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2021, 04:45 PM
Updated : 31 Dec 2021, 04:59 PM

মামলায় জেলা বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম উল্লেখসহ আট শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান।

তিনি বলেন, শুক্রবার পুলিশ বাদী হয়ে তিনটি এবং উজ্জ্বল হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন।

“মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদল সভাপতি মির্জা আব্দুর জব্বার বাবুসহ বেশ কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে।”

পরিদর্শক সাজ্জাদুর বলেন, সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দায়ের করা মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০০/১৫০ জনকে, এসআই আলীম হোসাইনের দায়ের করা মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০/২৫০ জনকে এবং এসআই মাহমুদ হাসানের করা মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

“পুলিশের তিন মামলায় সরকারি ডিগ্রি কলেজ সড়ক, পিটিআই সড়ক-নবদীবপুল ও রেলগেট-মালসাপাড়ায় লাঠিসোটা ও অস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগ করা হয়েছে।”

এছাড়াও এ ঘটনায় শহরের রেলওয়ে কলোনি মহল্লার আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল হোসেন মারপিটের অভিযোগ এনে একটি মামলা করেছেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০/৬০ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে পরিদর্শক সাজ্জাদুর জানান।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সিরাজগঞ্জে আয়োজিত সমাবেশ ঘিরে বৃহস্পতিবার বেলা ১টার দিকে কাটাখালি সেতুর কাছে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী যুবলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। কাটাখালি সেতু এলাকায় শুরু হওয়া সংঘর্ষ বিকাল ৪টা নাগাদ শহরের দত্তবাড়ি ও বড় পুল এলাকায় ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে তিন জনের হাতে পিস্তল ও কয়েকজনের হাতে রামদা দেখা গেছে। সংঘর্ষের সময় করা একটি ভিডিওতে দেখা এই যুবকদের পরিচয় জানা যায়নি।

সংঘর্ষের ব্যাপারে বিএনপি ও যুবলীগ নেতারা পরস্পরকে দায়ী করেছেন।