সিরাজগঞ্জে গৃহবধূর চুল-ভ্রু কেটে নির্যাতন: গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে গৃহবধূর চুল ও ভ্রু কেটে নির্যাতনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2021, 07:49 AM
Updated : 21 Dec 2021, 10:12 AM

ঢাকা ও শাহজাদপুরে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব ১২-এর উপ-অধিনায়ক মেজর মো. মুশফিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহজাদপুর উপজেলার খাসসাতবাড়িয়া গ্রামের মেহেদি হাসান সুজন (৪৩), তার ভাই সুমন (৩৫) ও মা ময়না বেগম (৫৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরকীয়া প্রেমের সন্দেহে এবং পারিবারিক কলহের জেরে গত ১৫ ডিসেম্বর সুজনের স্ত্রীর মাথার চুল ও ভ্রু কেটে দেওয়ার পাশাপাশি শারীরিক নির্যাতন করা হয়। স্বজনরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সদর হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় সোমবার রাতে শাহজাদপুর থানায় মামলা করেন গৃহবধূর স্বজনরা। তাছাড়া তারা র‌্যাবে অভিযোগ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাক শ্রমিক সুজন স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। তাদের দুটি মেয়ে রয়েছে। সম্প্রতি গ্রামের বাড়ি শাহজাদপুরে বেড়াতে আসেন তারা। সে সময় তার ওপর এই নির্যাতন চালানো হয়। বিয়ের পর থেকে তাকে নির্যাতন করা হত বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে র‌্যাব তিনজনকে গ্রেপ্তার করেছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপর আসামি হলেন গৃহবধূর এক দেবর।