শেরপুরে মাদ্রাসাছাত্রীকে অপহরণ-ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

শেরপুরে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2021, 01:06 PM
Updated : 15 Dec 2021, 02:11 PM

বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  

যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপহরণের দায়ে তাকে আরও ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত মফিজুল ইসলাম ময়মনসিংহের কোতোয়ালি থানার বৈঠামারি গ্রামের চানু মন্ডলের ছেলে।

ট্রাইব্যুনালের পিপি গোলাম কিবরিয়া বুলু রায়ের সত্যতা নিশ্চিত করে মামলার নথির বরাতে বলেন, ২০১৩ সালের ৪ জুলাই বেলা ২টার দিকে ওই মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান মফিজুল ও তার দুই সহযোগী। পরে মফিজুল ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। এর ২৭ দিন পর ভুক্তভোগীকে উদ্ধার ও মফিজুলকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে ২০২০ সালের ১৯ অক্টোবর অভিযোগ গঠন করা হয়।

বিচারকালে পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন।