নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জে একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই পরিবারের তিনজনসহ চার পোশাক শ্রমিক দগ্ধ হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2021, 03:42 AM
Updated : 5 Dec 2021, 03:46 AM

সদর উপজেলার বিলাসনগর এলাকার বুলবুল মিয়ার বাড়িতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে ফতুল্লা থানার ওসি রাকিবুজ্জামান জানান।

দগ্ধরা হলেন, ওই ভবনের ভাড়াটিয়া মিলন হোসেন (২৬), ওসমান গণি (২৫), সাহেদ মিয়া (৩০) ও চায়না বেগম (৩৭)।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শীদের বরাতে ওসি বলেন, বুলবুল মিয়ার মালিকানাধীন ছয়তলা ভবনের পাঁচতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এ সময় মিলন হোসেন দগ্ধ হন। তাকে উদ্ধার করতে গিয়ে পাশের ফ্ল্যাটের একই পরিবারের আরও তিনজন দগ্ধ হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷

দগ্ধ চারজনের মধ্যে মিলনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।   

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ওই ভবনে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে রুমে গ্যাস জমেছিল। পোশাক শ্রমিকেরা কর্মস্থল থেকে ফিরে রান্নাঘরে চুলা জ্বালানোর সময় এ অগ্নিকাণ্ড ঘটে।