মাগুরার বগিয়া ইউনিয়নে ভোট স্থগিত

সীমানা সংক্রান্ত জটিলতার মামলায় মাগুরা সদর উপজেলার একটি ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। 

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2021, 04:25 AM
Updated : 11 Nov 2021, 04:31 AM

বৃহস্পতিবার সকালে বগিয়া ইউনিয়নে নির্বাচন স্থগিতের কথা জানান জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলাম।

ওলিউল বলেন, ফরিদপুর এবং মাগুরা সদরের দুটি এলাকার বগিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত দাবি করে এক ব্যক্তি মামলার দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালতের নির্দেশে এ ইউনিয়নে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মাগুরার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন, সাধারণ মেম্বর পদে (পুরুষ) ৪১৭ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে মোট ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে মোট ১৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, সদর উপজেলায় ১৩ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ৬০৩ জন। ইতোমধ্যে সদরের হাজিপুর ও হাজরাপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত দুইজন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রতি ইউনিয়নে পুলিশের একটি ভ্র্যাম্যমাণ টিম কাজ করছে।