জামালপুরে বাবাকে হত্যায় ছেলের আমৃত্যু কারাদণ্ড

জামালপুরে বাবাকে হত্যার দায়ে এক ব্যক্তির আমৃত্যু সশ্রম কারাদণ্ড হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2021, 12:17 PM
Updated : 8 Nov 2021, 12:17 PM

জামালপুর জেলা ও দায়রা আদালতের জ্যেষ্ঠ দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন সোমবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত রুকনুজ্জামান খোকন (৩৪) জেলার ইসলামপুর উপজেলার কৃষ্ণনগর (পূর্ব শশারিয়া বাড়ি) গ্রামের প্রয়াত অজর ওরফে রজব উদ্দিনের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, পারিবারিক জমিজমা বণ্টনকে কেন্দ্র করে অজর ওরফে রজব উদ্দিন ও তার ছেলে রুকনুজ্জামান খোকনের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে ২০১২ সালের ২১ জুলাই শেষ রাতে রমজান মাসের সেহরি খাওয়ার সময় রুকনুজ্জামান তার বাবা অজরকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এই ঘটনায় নিহতের স্ত্রী মোছা. কমলা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা দায়রা জজ আদালতের পিপি নির্ম্মল কান্তি ভদ্র জানান, মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দণ্ডবিধির ৩০২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় রুকনুজ্জামান খোকনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আসামির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আমান উল্লাহ্ আকাশ।