নোয়াখালীতে আবৃত্তি-বিক্ষোভে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

নোয়াখালীতে আবৃত্তি-বিক্ষোভে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2021, 01:52 PM
Updated : 23 Oct 2021, 01:54 PM

‘সাম্প্রদায়িক অপশক্তির উত্থান রোধ করি, সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ি’ স্লোগানে শনিবার বিকেলে জেলা শহরের টাউন হলের মোড়ে এই আযোজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।

অনুষ্ঠানে নোয়াখালী আবৃত্তি একাডেমি, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদ, সুবর্ণচরের আবৃত্তি সংগঠন অনির্বাণ ৭১, লক্ষ্মীপুর আবৃত্তিচর্চা কেন্দ্র, লক্ষ্মীপুর আবৃত্তি একাডেমি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন শব্দকুটিরসহ বিভিন্ন সংগঠনের পাশাপাশি মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের আবৃত্তিশিল্পীরা প্রতিবাদী আবৃত্তি পরিবেশন করেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন কৈশোর।

বক্তব্য দেন মুক্তিযোদ্ধা শাহ আলম, নোয়াখালী আবৃত্তি একাডেমির উপদেষ্টা সাংবাদিক আবু নাছের মঞ্জু, লক্ষ্মীপুর আবৃত্তিচর্চা কেন্দ্রের সভাপতি অধ্যাপক কার্তিক সেন গুপ্ত, নোয়াখালী নারী জোটের সভাপতি লায়লা পারভীন, গণসংগীতশিল্পী কাজল ভট্টাচার্য, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদের সাধারণ সম্পাদক নাজমা শিফা, কবি ফিরোজ শাহ। সমাবেশে সংহতি প্রকাশ করেন মুক্তিযোদ্ধা শাহ আলম।

বক্তারা নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানান। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে পড়া-মহল্লায় মুক্তচিন্তার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।