বরগুনায় দুই বাসের সংঘর্ষে মা-ছেলে নিহত

বরগুনার আমতলী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2021, 01:23 PM
Updated : 23 Oct 2021, 01:23 PM

উপজেলার আমড়াগাছিয়া এলাকায় আমতলী-পটুয়াখালী মহাসড়কে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তারা হতাহত হন বলে আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার জানান।

নিহতরা হলেন- চট্টগ্রাম সিটির ৩৯ নম্বর ওয়ার্ডের সিপিজেড এলাকার আয়সা বেগম (৩২) ও তার আট মাসের ছেলে আয়ান।

তারা কুয়াকাটা বেড়াতে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, আমতলী থেকে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া গোল্ডেন লাইন পরিবহন ও কক্সবাজার থেকে ছেড়ে আসা সেবা পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মা ও ছেলে ঘটনাস্থলে নিহত হয়।

খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে যায়। পরে কয়েকজনকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।

ওসি শাহ আলম বলেন, দুর্ঘটনায় নিহত আয়সার স্বামী শাহিন ও মেয়ে রেবেকা আহত হয়েছেন। আহতদের আমতলী ও পটুয়াখালীতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোল্ডেন লাইনের চালক আহত হওয়ায় তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বাস দুটি আটক করলেও অন্য বাসের চালক এবং সহকারীরা পালিয়ে গেছেন বলে জানান ওসি আলম।