রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর এক ‘খুনি’ গ্রেপ্তার

রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এর আগে কয়েকজনকে ধরা হলেও এবার সরাসরি জড়িত ছিল, এমন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2021, 07:20 AM
Updated : 23 Oct 2021, 07:20 AM

সেই ব্যক্তিকে গ্রেপ্তারের পর শনিবার আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এবিপিএন) বলেছে, হত্যাকাণ্ডের কারণও উদঘাটন হয়েছে।

উখিয়ার-১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল জানান, এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

৪৮ বছর বয়সী মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস নামে একটি সংগঠনের চেয়ারম্যান ছিলেন।

গত ২৯ অগাস্ট ক্সবাজারের উখিয়ায় লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে একদল ব্যক্তি গুলি চালিয়ে হত্যা করে মুহিবুল্লাহকে।

মুখঢাকা ওই হামলাকারী দলে ১৫/২০ জন ছিল বলে জানিয়েছিলেন মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।

খুনিরা রোহিঙ্গা বলেই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল।

মুহিবুল্লার পরিবারের সন্দেহ, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রিপাবলিকান স্যালভেশন আর্মির (আরসা) বাংলাদেশে থাকা সদস্যরা এই খুনের ঘটনা ঘটিয়েছে।

মিয়ানমারে নিপীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখের বেশি রোহিঙ্গাদের অধিকাংশই রয়েছে কক্সবাজারের শরণার্থী শিবিরে।

এই সংক্রান্ত খবর