কুড়িগ্রামে দুর্গাপূজা উপলক্ষে নিম্নমানের খাদ্যসামগ্রী বিতরণের অভিযোগ

কুড়িগ্রামে দুর্গাপূজা উপলক্ষে দরিদ্রদের নিম্নমানের খাদ্যসামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে চিলমারী উপজেলা প্রশাসনের বিরুদ্ধে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2021, 03:20 PM
Updated : 11 Oct 2021, 03:20 PM

অভিযোগ ওঠার পর খাদ্যসামগ্রী বিতরণ স্থগিত করা হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বলেন, “যে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে তাতে নিম্নমানের চাল ও পচা আলু রয়েছে জানতে পেরে ত্রাণ বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। ত্রাণের মান যাচাই করে পরে আবার বিতরণ করা হবে।”

উপজেলা প্রশাসন দুর্গাপূজা উপলক্ষে জেলার হতদরিদ্র ১৬০টি হিন্দু পরিবারকে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজস্ব খাত থেকে চাল ১০ কেজি, আলু তিন কেজি, চিঁড়া এক কেজি,  ডাল আধা কেজি, চিনি ও তেলের একটি প্যাকেজ দেওয়া দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, “ত্রাণে নিম্নমানের চাল ও সামগ্রী থাকার কথা নয়। বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”