নীলফামারীতে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

নীলফামারী  জলঢাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2021, 04:59 PM
Updated : 4 Oct 2021, 04:59 PM

সোমবার বিকালে উপজেলার গোলনা ইউনিয়নের পশ্চিম চিড়াভিজা গোলনা জমুপাড়া মাঠে ‘পশ্চিম চিড়াভিজা গোলনা জমুপাড়া যুব সমাজ’ নামের একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করেন।

নীলফামারী- ৩ জলঢাকা আসনের সংসদ সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) রানা মোহাম্মদ সোহেল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রতিযোগিতার উদ্বোধন করেন।

সোমবার বিকালে পশ্চিম চিড়াভিজা গোলনা জমুপাড়া মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে উপজেলা ও আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন বয়সের সহস্রাধিক নারী-পুরুষ ও শিশুরা জমান। তারা আনন্দ উল্লাস করে প্রতিযোগীদের উৎসাহ দেন। প্রতিযোগীতা চলে সন্ধ্যা পর্যন্ত। 

অনুষ্ঠানের আয়োজক পশ্চিম চিড়াভিজা গোলনা জমুপাড়া যুব সমাজ সংগঠনের সভাপতি ও গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল আলম কবির এতে সভাপতিত্ব করেন। জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহেদ বাহাদুর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ।

এ আয়োজন সম্পর্কে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান কামরুল বলেন, “গত তিন বছর ধরে ঐতিহ্যবাহী এই ঘোড় দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে।

“এবারের প্রতিযোগিতায় নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার ২০ জন ঘোড়সওয়ার তাদের ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন।”

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বলে জানান তিনি।