উত্যক্ত করায় অটোরিকশা চালকের কারাদণ্ড

বাগেরহাটে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় এক অটোরিকশা চালককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2021, 07:48 AM
Updated : 3 Oct 2021, 07:48 AM

রোববার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম স্কুলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই অটোরিকশা চালককে এ দণ্ড দেন।

দণ্ডিত আব্দুল কাদের (৩৩) বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামের হেকমত শেখের ছেলে।

মুছাব্বেরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশা চালক আব্দুল কাদের সবার উপস্থিতিতে তার দোষ স্বীকার করেছেন। তাকে দণ্ডবিধির ৫০৯ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরেই তাকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী জানায়, অটোরিকশা চালক কাদের বেশ কিছুদিন ধরে স্কুলে যাতায়াতের পথে তাকে উত্যক্ত করে আসছিল।

এর মধ্যে দুইদিন তার অটোরিকশায় উঠতে রাজি না হওয়ায় তিনি ‘অশ্লীল অঙ্গভঙ্গি’ করেন। পরে বিষয়টি পরিবারকে জানালে তাদের সাহায্যে কাদেরকে শনাক্ত করা হয়।

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল বলেন, রোববার সকালে মেয়েটির পরিবার ও স্থানীয় কয়েকজনের সহযোগীতায় কাদেরকে আটক করে স্কুলে আনা হয়। পরে স্কুল কর্তৃপক্ষ তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করে।