রংপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে হালিম-বায়েজীদ

সাংবাদিকদের সংগঠন রংপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচিত হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2021, 02:24 PM
Updated : 24 Sept 2021, 02:24 PM

শুক্রবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় সভাপতি ও সম্পাদক হন যথাক্রমে আব্দুল হালিম আনছারী ও শাহ্ বায়েজীদ আহমেদ।   

ক্লাবের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সাধারণ সদস্যদের সামনে ক্লাবের বিগত দুই বছরের আয় ও ব্যয় হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহমেদ।

এরপর রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সদস্যরা তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। পরে ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী তার বক্তব্য শেষে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

নামাজ শেষে পুনরায় সভার কার্যক্রম শুরু করা হয়। সভায় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৮ এর ক, ঙ ধারা মোতাবেক ক্লাবের ৫৯ জন সদস্যদের মধ্যে ৪৯ জন সদস্যের কণ্ঠ ভোটে আব্দুল হালিম আনছারীকে সভাপতি ও শাহ্ বায়েজীদ আহমেদকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এ সময় জাসদ রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সেচ্ছাসেবক লীগের মহানগর কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী তুহিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি মোজাফফর হোসেন, সহ-সভাপতি তাজিদুল ইসলাম লাল, যুগ্ম সম্পাদক আজম পারভেজ, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান লুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আফরোজা বেগম এবং ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মিজান।

কার্যকরী সদস্যরা হলেন তৌহিদুল ইসলাম বাবলা, এসএম ইকবাল সুমন, শরিফুল ইসলাম সম্রাট, ফখরুল শাহিন ও এনামুল হক।