গাজীপুরে হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আরও ১৩ নতুন রোগী ভর্তি হয়েছেন।  

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2021, 03:57 PM
Updated : 19 Sept 2021, 03:57 PM

রোববার ডেঙ্গু ডেডিকেটেড শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন ১৩ জনসহ মোট ৩৩ জন অর্তি রয়েছেন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৭ জন নারী ও এক জন শিশু রয়েছে।

তিনি জানান, এ বছরের জুলাই থেকে এ যাবত এ হাসপাতালে মোট ৬৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে এ হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী মারা যায়নি।

আরো ২০ কোভিড রোগী শনাক্ত

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ৩১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে গাজীপুর সদরে দুই জন, শ্রীপুরে তিন জন, কাপাসিয়ায় ছয় জন, কালিয়াকৈরে চার জন এবং কালীগঞ্জ উপজেলায় পাঁচ জন রয়েছেন।

তবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ মারা যায়নি বলে তিনি জানান।

এ নিয়ে জেলায় মোট ২৪ হাজার ৩৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মোট মারা গেছে ৪৮৬ জন; করোনা মুক্ত হয়েছে  ২৩ হাজার ৬৭৫ জন।