শিশু রোগী বাড়ছে খুলনার হাসপাতালে

খুলনার বিভিন্ন হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2021, 03:47 PM
Updated : 18 Sept 2021, 03:47 PM

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব ব্লকের চতুর্থ তলায় ১৩-১৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত শিশু ওয়ার্ডে জায়গা নেই। করিডোরে, মেঝেতে থাকতে হচ্ছে শিশুদের।

খুলনা শিশু হাসপাতালেও দেখা গেছে একই চিত্র। এখানকার ২৭৫টি শয্যার সবই পরিপূর্ণ। বহির্বিভাগেও চাপ বেশি।

শনিবার এই শিশু হাসপাতালে গিয়ে দেখা গেছে, সকাল ৯টার দিকে সিরিয়াল দিয়েও বেলা সাড়ে ১২টায় বাচ্চাকে দেখাতে পারেননি অনেক অভিভাবক। বহির্বিভাগে যেখানে রোগী দেখা হচ্ছে সেখানে চলাফেরার মত কোনো অবস্থা নেই।

চিকিৎসক ও নার্সরা জানিয়েছেন, হাসপাতালে ক্রমেই শিশু রোগীর সংখ্যা বাড়ছে। চাপ সামলাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

বাগেরহাটের রামপাল এলাকার আজিজুর রহমান নামে একজন অভিভাবক বলেন, কয়েক দিন আগে তার বাচ্চার সর্দি হয়। হালকা জ্বরও ছিল। ওষুধ খাইয়েও সুস্থ হচ্ছিল না। পরে শিশু হাসপাতালে নিয়ে পরীক্ষা করার পর বাচ্চার নিউমোনিয়া ধরা পড়ে।

আজিজুর বলেন, দুই দিন ধরে হাসপাতালে আছেন। কিন্তু কোনো শয্যা পাননি। অগত্যা বারান্দার মেঝেতে বিছানা করে থাকতে হচ্ছে।

শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মো. কামরুজ্জামান বলেন, রোগীর চাপ অস্বাভাবিক হারে বেড়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। এ সময় অভিভাবকদের বেশি সতর্ক থাকতে হবে। বাচ্চাদের প্রচুর তরল ও ভিটামিন সি আছে এমন খাবার দিতে হবে। বাচ্চা ঘেমে গেলে জামাকাপড় পরিবর্তন করার পাশাপাশি ঘাম মুছে দিতে হবে।