ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রলারের সংঘর্ষ: মৃতের সংখ্যা বেড়ে ২২

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার লইস্কা বিলে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2021, 08:45 AM
Updated : 28 August 2021, 08:45 AM

জেলার পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, শনিবার সকালে এক শিশুর মরদেহ উদ্ধার করা হলে মৃতের সংখ্যা বেড়ে ২২ জন হয়।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজারে যাওয়ার পথে বালিবোঝাই ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি ট্রলার যাত্রী নিয়ে ডুবে যায়।

পরে ঘটনাস্থল থেকে ২১ জনের লাশ উদ্ধার করে এলাকাবাসী, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও ডুবুরিরা।

শনিবার সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসকর্মীরা দ্বিতীয় দফায় উদ্বার কাজ শুরু করেন। তারা এক শিশুর মৃতদেহ উদ্ধার করে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, নিঁখোঁজের আর কোনো অভিযোগ না থাকায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

এদিকে দুই ট্রালারের পাঁচ শ্রমিকসহ সাতজনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিসুর রহমান।