কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাত রাউন্ড গুলিবর্ষণ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষের সময় সাত রাউন্ড গুলি ছুড়েছে বিজিবি।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2021, 12:21 PM
Updated : 26 August 2021, 12:21 PM

বৃহস্পতিবার ভোররাত ১টা থেকে রাত ৩টা পর্যন্ত রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চরের গ্রাম আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯ এর সীমান্তে এ ঘটনা ঘটে।

জামালপুর-৩৫ বিজিবির দাঁতভাঙ্গা কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন জানান, এ সময় চোরাকারবারীদের লক্ষ্য করে সাত রাউন্ড গুলি ছোড়ে বিজিবি সদস্যরা।

জয়েন উদ্দিন বলেন, বৃহস্পতিবার ভোররাত ১টার দিকে শৌলমারী ইউনিয়নের চরের গ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯ এর কাছে বাঁশের তৈরি ‘আরকি’ দিয়ে গরু পারাপারের চেষ্টা করছিল একদল চোরাকারবারী।

গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের ছয় সদস্যের টহল দল চোরাকারবারীদের এ কাজে বাধা দেয়। এ সময় বিজিবি জোয়ানদের চারদিকে থেকে ঘিরে ফেলে আক্রমণ করে প্রায় ৫০ জনের চোরাকারবারী চক্র।

তখন নিজেদের আত্মরক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে সাত রাউন্ড গুলি ছোড়ে বিজিবি সদস্যরা বলেন তিনি।

জামালপুর-৩৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুনতাসীর মামুন জানান, চোরাকারবারীদের হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে চোরাকারবারীদের আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলেন তিনি।

বিকালে রৌমারী থানার ওসি মুন্তাছের বিল্লাহ বলেন, “সীমান্তে গুলির ঘটনার বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।“