শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে জাহাঙ্গীরনগরে প্রতীকী ক্লাস

করোনাভাইরাস মহামারীতে প্রায় দেড় বছর বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতীকী ক্লাস হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2021, 10:02 AM
Updated : 26 August 2021, 10:03 AM

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে এক ঘণ্টার এই ক্লাস নেন। মানবিকী বিভাগের করিডোরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত হন।

পরে শহীদ মিনারে সমাবেশে অংশ নেন তারা।

রায়হান রাইন সাংবাদিকদের বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলে সরকার বারবার আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে। যেভাবে সরকারের অন্যান্য দপ্তর, বিনোদন কেন্দ্র, কলকারখানা চলছে, ঠিক সেভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আমাদের এই ক্লাস আজকে থেকে শুরু হয়েছে এবং এটা জারি থাকবে। পরবর্তীতে অন্যান্য শিক্ষকও ক্লাস নেবেন ।”

এর আগে বুধবার রাতে তিনি এই ক্লাস নেওয়ার ঘোষণা দেন। তারপর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ ২৯ অগাস্ট শিক্ষার্থীদের সামনে হাজির হয়ে ক্লাস নেওয়ার ঘোষণা দেন।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত বছর ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে একাধিকবার তারিখ ঘোষণা করলেও পরে তা বাতিল করে সরকার।