Published : 17 Aug 2021, 08:21 PM
মঙ্গলবার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে এবং সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে এই দুই শিশুর প্রাণহানি হয়।
এরা হলো কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের রিপন মিয়ার ছেলে কাউছার (৩) ও মদন উপজেলার কদমশ্রী গ্রামের আব্দুস সালামের মেয়ে নুসরাত জাহান তানিশা (২)।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে নানার বাড়ি বেড়াতে আসা তানিশা বিকালে বাড়ির সামনে খেলা করছিল। এক পর্যায়ে সবারে অগোচরে সে পুকুরে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর খোঁজাখুঁজি শুরু হয়।
প্রতীকী ছবি
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইফুল ইসলাম আরও জানান, উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের রিপন মিয়ার ছেলে কাউছার বেলা ২টার দিকে উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
“পরে স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।”
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তানজীদ সাখাওয়াত বলেন, হাসপাতালে আনার আগেই শিশু কাউছার ও তানিশা মারা গেছে।
স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।