কোভিডে খুলনায় আরও ২৮ প্রাণহানি, শনাক্ত ৬১২

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ২৮ জন মারা গেছে; ৬১২ জনের কোভিড শনাক্ত হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2021, 10:47 AM
Updated : 8 August 2021, 10:47 AM

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে এই ভাইরাসে ৩৯ জন প্রাণ হারায়; সংক্রমণ শনাক্ত হয় ৪২৮ জনের দেহে।

রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া যশোরে সাত জন, খুলনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় দুজন করে, বাগেরহাট, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছে।

ফেরদৌসী আরও বলেন, গত বছরের ১৯ মার্চ বিভাগের চুয়াডাঙায় প্রথম করোনারোগী শনাক্ত হয়। সেই থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৪৯৪ জন। এদের মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৬৫৭ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৩৫৯ জন।

বিভাগে মৃত্যু সংখ্যায় শীর্ষে আছে খুলনা। এ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৬৭৭ জন।