তিন টিটিইকে বরখাস্ত করা হয়। তাছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
রোববার সকালে উপজেলার গোপালপুর গ্রামে একটি ডোবায় এই গৃহবধূর মরদেহ পাওয়া যায়।
মৃত শাহেরা খাতুন (৫০) গোপালপুর গ্রামের প্রয়াত আব্দুর রাজ্জাকের স্ত্রী।
হবিগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ বলেন, সকালে গ্রামবাসী ওই নারীর মরদেহ একটি ডোবায় ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, “তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল। গালে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে খুন করে ডোবায় ফেলে দেয়।”
এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি বলে মহসিন জানান।