কোভিড: খুলনার ৫ হাসপাতালে একদিনে ১১ মৃত্যু

খুলনা নগরীর পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2021, 07:55 AM
Updated : 25 July 2021, 07:55 AM

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাভুক্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের সবাই কোভিড পজিটিভ ছিলেন।

২০০ শয্যার হাসপাতালে রোববার সকাল ৮টা পর্যন্ত ১১০ জন কোভিড রোগী ভর্তি ছিল। তাদের মধ্যে রেড জোনে ৩৯ জন, ইয়েলো জোনে ৩৮ জন, এইচডিইউতে ১৩ জন ও আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। ৮০ শয্যার এই হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কোভিড ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ বলেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের ৪৫ শয্যার কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের কোভিড ইউনিটে ৪৫ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১০ জন আইসিইউতে চিকিৎসাধীন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের ১৫০ শয্যার কোভিড ইউনিটে ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে নয় জন এবং এইচডিইউতে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

তবে কোভিড চিকিৎসায় নতুন যোগ হওয়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি বলে ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) হামিদুল ইসলাম খান জানান।

এ হাসপাতালে ৬৮ জন কোভিড আক্রান্ত ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে সাতজন এবং এইচডিইউতে চারজন।