সুনামগঞ্জে চিকিৎসককে ‘মারধর করে’ একজন আটক

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে ‘মারধর করে’ এক ব্যক্তি আটক হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2021, 07:47 AM
Updated : 13 July 2021, 07:47 AM

সদর থানার পরিদর্শক (তদন্ত) এজাজুল জানান, মঙ্গলবার সকালের এ ঘটনায় অভিযোগ পেয়ে তারা তাকে আটক করেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক মিজানুর রহমান (২৫) সুনামগঞ্জ পৌরসভার সুলতানপুরের আকিল মিয়ার ছেলে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু জাহিদ অভিযোগ করেন, মিজানুর রহমান ও তার বড় ভাই সালেক মিয়া (৩০)  সকাল সাড়ে ৭টায় হাসপাতালে এসে তাদের বাড়িতে গিয়ে রোগী দেখতে বলেন।

“আমি জরুরি বিভাগ ছেড়ে কোথাও যেতে পারব না জানালে তারা আমাকে মারধর করেন। তখন সহকর্মীরা এসে আমাকে রক্ষা করেন। পরে পুলিশও আসে।”

এর আগে মিজানের বিরুদ্ধে হাসপাতালের এক নার্সকে ছুরিকাঘাতেরও অভিযোগ ওঠে।

হাসপাতালের চিকিৎসক সুনামগঞ্জ বিএমএর সাংগঠনিক সম্পাদক সৈকত দাস বলেন, “মিজান গত ডিসেম্বর হাসপাতালে নার্সদের বসার রুমে জোর করে ঢোকার চেষ্টা করেন। বাধা দেওয়ায় মিজান এক জ্যেষ্ঠ নার্সকে ছুরিকাঘাত করেন। পরে তার স্বজনরা ক্ষমা চেয়ে মিটমাট করেন। মিজান এলাকায় বখাটে বলে পরিচিত।”

চিকিৎসকরা এসব ঘটনার নিন্দা জানিয়েছেন।