আশুলিয়ায় গ্যাসের আগুনে দগ্ধ দম্পতিসহ ৩ জন

ঢাকার আশুলিয়ায় সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসের আগুনে পোশাক শ্রমিক দম্পতিসহ তিন জন দগ্ধ হয়েছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2021, 03:33 PM
Updated : 5 July 2021, 03:33 PM

সোমবার সাভার উপজেলার আশুলিয়ার নরসিংহপুর প্রাইমারি স্কুল এলাকায় একটি টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ওই বাড়ির মালিক আলাউদ্দিন মোল্লার পুত্রবধূ সাদিয়া আক্তার (২২), তাদের ভাড়াটিয়া পোশাক শ্রমিক দম্পতি মো. সজীব (২৫) ও তার স্ত্রী শরিফা বেগম (২০)।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার এসআই শফিউল্লাহ শিকদার বলেন, সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে ঘরে গ্যাস জমা হয়েছিল। পরে তা আগুনের সংস্পর্শে এলে আগুন লেগে তিন জন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তবে তাদের সবশেষ অবস্থা তার জানা নেই বলে জানান।

বাড়ির মালিক আলাউদ্দিন মোল্লার স্ত্রী রেখা বেগম বলেন, “সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে ঘরে ছড়িয়ে পড়েছিল। ওই দম্পত্তি ঘরে ঢুকে তরকারি গরম করার জন্য দিয়াশলাই ধরালেই আগুন ধরে যায়।”

“বাইরে বারান্দায় আমার ছেলেবউ রান্না করছিল; তার পিঠেও আগুন লাগে,” বলেন তিনি।