টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-মিনিট্রাক সংঘর্ষে নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও মিনিট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2021, 04:37 AM
Updated : 3 July 2021, 06:09 AM

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাতিয়া এলাকার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহিদুল ইসলাম জানান।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও মিনিট্রাকের আহত ছয়যাত্রীকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শহিদুল বলেন, “অ্যাম্বুলেন্সটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি মিনিট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

“এ সময় অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন ঘটনাস্থলে এবং হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।”

টাঙ্গাইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড. মো. শফিকুল সজীব জানান, দুর্ঘটনায় আহত আটজনকে হাসপাতালে আনার পর এক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।