মুন্সীগঞ্জে লকডাউনে বিয়ে হলেও বন্ধ হলো আনুষ্ঠানিকতা

মুন্সীগঞ্জের শ্রীনগরে লকডাউনের মধ্যে আয়োজিত একটি বিয়ের আনুষ্ঠানিকতা বাদ দিয়ে শুধু বিয়ে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2021, 07:01 PM
Updated : 2 July 2021, 07:01 PM

শুক্রবার দুপুরে উপজেলার জুশুরগাঁও নিমাইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ৪শ লোকের খাবারের জন্য চেয়ার-টেবিল সাজানো হয়, রান্না-বান্নাও শেষ হয়েছিল। বরযাত্রী আসার জন্য কনেপক্ষের অপেক্ষা তখন।

ওই সময় শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞাকে নিয়ে কনের বাড়িতে হাজির হন।

বিয়ে বাড়িতে তখন লোকজন জড়ো হতে শুরু করছিল উল্লেখ করে ইউএনও বলেন, “তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আয়োজন বন্ধ করে দেওয়া হয়। তবে সবদিক বিবেচনা করে শুধু ছেলেপক্ষ এসে মেয়েকে নিয়ে চলে যাবে, এমন সুযোগ দিয়ে বিয়ে সম্পন্ন করতে বলা হয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, পাটাভোট ইউনিয়নের জুশুরগাঁও নিমাইপাড়ার কোরবান আলীর ছেলে মো. বাবুর সঙ্গে একই পাড়ার শফিকুল ইসলামের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। ইউএনও আয়োজন বন্ধ করে দিয়ে চলে যান। পরে বরপক্ষ এসে বিয়ে পড়িয়ে কনেকে নিয়ে যায়।

তারা আরও জানান, অতিথিদের জন্য রান্না করা হলেও সবাই খেতে পারেনি; কেউ কেউ খেয়েছে, কেউ না খেয়ে চলে গেছে।