নাটোরে দুর্ঘটনায় নিহত আইনজীবী

নাটোরে মসজিদে যাওয়ার সময় দুর্ঘটনায় এক জ্যেষ্ঠ আইনজীবী নিহত হয়েছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2021, 05:38 PM
Updated : 2 July 2021, 05:38 PM

শুক্রবার সন্ধ্যায় শহরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মোটরসাইকেলের ধাক্কায় তিনি মারা যান।

নিহত অ্যডভোকেট মজিবুর রহমান (৬০) নাটোরের লালপুর উপজেলার রায়াপুর গ্রামের প্রয়াত বেদার উদ্দিনের ছেলে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার জানান, সন্ধ্যা ৭টায় মজিবুর রহমান পুলিশ সুপারের কার্যালয়ের সামনের বাসা থেকে মোটরসাইকেলে করে কোর্ট মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হন।

“বাসার সামনে নাটোর-বগুড়া মহাসড়কে ওঠামাত্র বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।”

রুহুল আমীন জানান, পরিবারের লোকজন তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পরে তার মৃতদেহ আবার সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে রাত ৮টার দিকে শহরের বাসায় নিয়ে যাওয়া হয়।

তিনি নাটোর আইনজীবী সমিতির একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন।