কোভিড-১৯: বাগেরহাটে কমেছে শনাক্তের হার

মোংলাসহ বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ শনাক্তের হার আগের দিনের তুলনায় কমেছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 05:38 AM
Updated : 15 June 2021, 06:37 AM

সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৬ জনের পরীক্ষায় ৫৩টি পজিটিভ এসেছে। সেই হিসেবে শনাক্তের হার ৩৯ শতাংশ, যা তার আগের দিনের তুলনায় ৫ শতাংশ-পয়েন্ট কম। একই সময়ে সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায়ও শনাক্তের হার কমে ২২ শতাংশ হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩৩ শতাংশ-পয়েন্ট কম।

তাছাড়া একই সময়ে জেলায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন বলে তিনি জানান।

সিভিল সার্জন বলেন, জেলায় এ পর্যন্ত দুই হাজার ২৬২ জনের পজিটিভ এসেছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৬০০ জন। মারা গেছেন ৫৮ জন।

এরই মধ্যে মোংলায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সাধারণ মানুষের চলাফেরা বেড়েছে। জনসমাগমের উৎসস্থল হাটবাজারে মানুষের ভিড় দেখা গেছে সোমবার। নৌকায় গাদাগাদি করে যাত্রী পারাপার চলছে।

উপজেলা প্রশাসনের আরোপ করা বিধিনিষেধ বুধবার শেষ হবে বলে জানিয়েছেন মোংলার ইউএনও কমলেশ মজুমদার।