সাতক্ষীরায় জমির বিরোধে মারধরে গর্ভের সন্তানের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জমির বিরোধের জেরে মারধরে এক গৃহবধূর গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2021, 05:27 AM
Updated : 14 June 2021, 05:27 AM

আশাশুনি থানার ওসি মো. গোলাম কবির জানান, সোমবার ভোরে জোছনা আরা নামে এই নারীর মৃত সন্তানের জন্ম হয়।

জোছনা উপজেলার কাকবাসিয়া এলাকার বিল্লাল হোসেন গাজীর স্ত্রী।

ওসি গোলাম কবির বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন সোমবার রাতে হামলা চালালে জোছনাসহ কয়েকজন আহত হন। তাদের মধ্যে গর্ভবতী জোসনাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে তার মৃত সন্তানের জন্ম হয়।

‘ইঞ্জুরি সংক্রান্ত কারণে গর্ভেই জোছনার সন্তানটির মৃত্যু হয়’ বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক মমতাজ মুজিব। জোছনা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।