ময়মনসিংহে কোচিং সেন্টার খোলা রাখায় জরিমানা

করোনাভাইরাস মহামারীতে বিধিনিষেধ লংঘন করে ময়মনসিংহে কোচিং সেন্টার খোলা রাখায় এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2021, 06:15 PM
Updated : 8 June 2021, 06:15 PM

মঙ্গলবার বিকালে নগরীর নতুন বাজার সাহেব আলী রোডে ‘হোসাইন স্যারের বিজ্ঞান ও প্রাইভেট প্রোগ্রাম’কে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ।

এই সময় কোতোয়ালি মডেল থানার পুলিশ ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও করোনার শুরু থেকে এই কোচিং সেন্টারে নিয়মিত কোচিং করে যাচ্ছেন তারা।

সরকারের নিষেধাজ্ঞা থাকার পরও কেন কোচিং করছেন জানতে চাইলে তাদের একজন বলেন, “কোচিং সেন্টার খোলা না থাকলে আমরা কি কোচিং করার সুযোগ পেতাম? সব সময় স্যার আমাদের কোচিংয়ে আসতে উৎসাহিত করেছেন, পিছিয়ে পড়ার চিন্তায় করোনার মধ্যেও আসতে বাধ্য হয়েছি।”

সরকারের নির্দেশ অমান্য করে কোচিং খোলা রেখে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলায় এই কোচিংয়ের নিন্দা জানান সৃজনশীল বিজ্ঞান অঙ্গনের পরিচালক ওয়ালিউর রহমান নাঈম।

জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, সরকারের নিষেধাজ্ঞার পর থেকেই শহরের সকল কোচিং সেন্টারে নিয়মিত তদারকি করা হচ্ছিল। কিছু কিছু শিক্ষকের জন্য সরকারের নির্দেশনা প্রশ্নের সম্মুখীন হয়। তবে এবার কাউকে সুযোগ দেওয়া হবে না। কোচিং সেন্টার খুললেই শাস্তি পেতে হবে।

এই বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে হোসাইনের পরিচালিত কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।