চাঁপাইনবাবগঞ্জে মধ্যরাত থেকে কঠোর বিধি-নিষেধ

চাঁপাইনবাবগঞ্জে ১৬ জুন পর্যন্ত ১১ দফা কঠোর বিধি-নিষেধ দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2021, 03:02 PM
Updated : 7 June 2021, 03:19 PM

সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। 

তিনি বলেন, সোমবার রাত ১২টা ১ মিনিট থেকেই নতুন আরোপিত কঠোর বিধি-নিষেধ কার্যকর করা হবে।

এ বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দোকান সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা যাবে।

খাবারের দোকান ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকলেও বসে খাওয়া যাবে না। সব ধরণের দৈনিক ও সাপ্তাহিক হাট-বাজার বন্ধ থাকবে।

আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে আম পরিবহনে ব্যবহৃত যানবাহন চলবে। জেলার অভ্যন্তরে রিকশায় একজন এবং অটোরিকশায় দুইজন করে যাত্রী বহন করা যাবে।

জনসমাবেশ হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। 

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৫ মে চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। পরে ৭ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। তবে নতুন করে আর সময় সীমা বাড়ানো হয়নি।

সংবাদ সম্মেলনের আগে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জেলা করোনা নিয়ন্ত্রণ কমিটি, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলাদা আলদা সভা করেন।