চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ বাড়েওনি কমেওনি: ডা. সেব্রিনা ফ্লোরা

সীমান্তবর্তী জেলাগুলোয় উদ্বেগজনক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যে পরিদর্শনে এসে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের হার স্থিতিশীল রয়েছে জানালেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2021, 11:56 AM
Updated : 6 June 2021, 11:56 AM

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করার পর রোববার বিকালে সদর হাসপাতালে সাংবাদিকের এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে। এর ফলে সংক্রমণ বাড়েওনি, কমেওনি।

ভারতে পাওয়া করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে সীমান্ত এ জেলার জনমনে ব্যাপক আতঙ্ক রয়েছে।

ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, কোন ভ্যারিয়েন্ট সেটা জরুরি নয়। প্রতিরোধের একটাই উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। স্বাস্থ্য বিধি মানলে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

তিনি সদর হাসপাতাল পরিদর্শন শেষে সদর হাসপাতালের কনফারেন্স রুমে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সিভিল সার্জনসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জে এসে সীমান্তবর্তী সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন তিনি। সোনামসজিদ স্থলবন্দর এলাকায় গিয়ে সেখানকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন তিনি।

পরে পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সভায় মিলিত হন। সভায় সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন।