নারী কনস্টেবলের ‘ব্যক্তিগত ভিডিও’ হোয়াটস অ্যাপে, ডিজিটাল আইনে মামলা

হোয়াটস অ্যাপে এক নারী  কনস্টেবলের ‘ব্যক্তিগত ভিডিও’ ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জে এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2021, 07:50 AM
Updated : 4 June 2021, 08:35 AM

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, বৃহস্পতিবার রাতে ওই নারী কনস্টেবল বাদী হয়ে হৃদয় খান (২৫) নামের যুবকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় এ মামলা দায়ের করেন।

ওই নারী কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত। তার বাড়ি শহরের চাঁদমারী এলাকায়।

মামলার এজাহারে ওই নারী বলেছেন, হৃদয় খান তার আত্মীয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। হোয়াটস অ্যাপে হৃদয়ের সঙ্গে নিয়মিত ভিডিও কলে যোগাযোগ হত তার। হৃদয় তাকে ‘বিয়ের কথা বলে বিভিন্ন সময়ে ব্যক্তিগত ভিডিও আদান-প্রদান’ করে। সেসব ভিডিও হৃদয় তার মোবাইলে সংরক্ষণ করে রাখে।

“এক পর্যায়ে সম্পর্কের অবনতি হতে শুরু করলে হৃদয় কৌশলে বিভিন্ন পুলিশ সদস্যের মোবাইল নম্বর দিয়ে ‘বিডি পুলিশ’ নামের একটি হোটসঅ্যাপ গ্রুপ খোলে। ওই গ্রুপে হৃদয় গোপন ও অশ্লীল ভিডিগুলো ছড়িয়ে দেয়।”

পরে ২ জুন বিষয়টি জানতে পেরে নারী কনস্টেবল হৃদয়ের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেন।