আশুলিয়ায় বাড়িতে বিস্ফোরণে দগ্ধ ৪

ঢাকার সাভারের আশুলিয়ায় ‘টয়লেটে জমে থাকা গ্যাস’ বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2021, 08:12 AM
Updated : 2 June 2021, 08:12 AM

বুধবার ভোর ৫টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার হুমায়ুনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান।

দগ্ধরা হলেন- আউয়াল হোসেন (৩৫), তার স্ত্রী রেনু বেগম ও ১০ বছরের মেয়ে আরফিয়া (১০) ও ভাড়াটিয়া আফরোজা বেগম (৩০)।

তাদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, হুমায়ুনের একতলা বাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটলে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে নয়ারহাটের গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

“সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো করা হয়। তাদের মধ্যে দুই জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।”

এছাড়া বিস্ফোরণে হাকিম মিয়া (৪০) ও তার স্ত্রী আদুরি বেগম (২৭) আহত হয়েছেন বলে জানান জাহাঙ্গীর।

ঢাকা জোন-৪ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল আলীম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাথরুম থেকে সৃষ্ট বায়ো গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। কারণ গ্যাসের লিকেজ থেকে হলে আগুণের শিখা বেশি থাকবে। আর বায়োগ্যাসের আগুনের শিখা কম থাকবে, তবে শব্দ বেশি হবে।”

বিস্ফোরণের পর ঝুঁকিপর্ণ ওই একতলা ভবন থেকে সকলকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।