ফেনীতে ‘জমির বিরোধে’ হামলায় কৃষক নিহত

ফেনীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2021, 06:59 AM
Updated : 31 May 2021, 06:59 AM

জেলার সোনাগাজী থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, সোমবার ভোর ৫টার দিকে তাদের ওপর এই হামলা হয়।

নিহত বেলায়েত হোসেন বেলাল (৪৫) সোনাগাজী উপজেলার চরদরবেশ গ্রামের নূরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, প্রতিবেশীদের সঙ্গে বেলায়েতের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে একাধিক মামলাও চলছে আদালতে। ভোরে বেলায়েত ও তার ভাই মো. মাসুদ (৩৫) বাড়ির পাশে মহিষের দুধ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা হয়। স্থানীয়রা তাদের প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে বেলায়েত মারা যান।

ওসি সাজেদুল বলেন, জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বেলাল খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছ। থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হামলায় জড়িত সন্দেহে আটককৃতরা হলেন ওই গ্রামের আবদুল শুক্কুর (৭০), ছেলে আবুল হাসেম (৪৫), ভাই আবদুল মালেক (৭৫), জামাতা নিজাম উদ্দিন (৪২), নাতি মিন্টু (২৫), বাহার উল্লাহ (৩০) ও শেখ ফরিদ (২৫)।