কাতারে দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক বাংলাদেশি যুবক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2021, 12:17 PM
Updated : 27 May 2021, 12:17 PM

বুধবার বিকেলে কাতারের রাজধানী দোহায় কাজ করার সময় একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার রড মাথায় পড়লে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছে।

নিহত নুরুল আফসার (২৮) ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ওলামাবাজার এলাকার নুরুল আলমের ছেলে।

তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

কাতারে অবস্থানরত আত্মীয়স্বজদের বরাত দিয়ে নিহত আফসারের বাবা নুরুল আলম জানান, কাতারের দোহা শহরে গত তিন বছর ধরে তার ছেলে নুরুল আফসার ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছিলেন।

গত বুধবার দোহা শহরে কাজের বিরতিতে নাশতা করতে যাওয়ার পথে পাশের এক নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার বড় একটি রড তার মাথায় এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফসারকে মৃত ঘোষণা করেন। রাতেই আত্মীয়ের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর জানতে পারেন নিহতের বাবা।

ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, কাতারে নিহত নুরুল আফসারের লাশ দেশে আনার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের কোনো সহায়তা লাগলে তা দ্রুত ব্যবস্থা করা হবে।