চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের দুটি উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2021, 01:59 PM
Updated : 20 May 2021, 01:59 PM

বৃহস্পতিবার দুপুরে আলাদা আলাদা বজ্রপাতে ওই তিনজন মারা যান।

প্রয়াতরা হলেন, শিবগঞ্জ উপজেলার মোবারকপুরের উপরটোলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জালাল উদ্দিন (৩৫),  গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের আবু তালেবের স্ত্রী রহিমা খাতুন (৩৮) এবং নাচোল উপজেলার আঝোইড় গ্রামের ওবাইদুর রহমানের শিশু কন্যা মাসরুফা খাতুন (৮)।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দীন জানান, দুপুর ২টার দিকে ঝড়-বৃষ্টির সময় বড়গাছি বিলে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক জালাল উদ্দীন।

রহিমা খাতুন বাড়ির কাছে এক বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।

নচোল থানার ওসি সেলিম রেজা জানান, দুপুর দেড়টার দিকে ঝড়বৃষ্টির মধ্যে আম কুড়ানোর সময় নাচোলের আঝোইড় গ্রামের মারুফাও মারা যান।

তাদের মরদেহ স্থানীয়ভাবে দাফন করা হবে বলে জানিয়েছে পুলিশ।