নওগাঁ ও ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু

নওগাঁ ও ঝিনাইদহ জেলায় বজ্রপাতে দুইজন প্রাণ হারিয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধিনওগাঁ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2021, 01:34 PM
Updated : 11 May 2021, 01:34 PM

মঙ্গলবার দুপুরে নওগাঁর ধামইরহাটে এক কৃষক এবং বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক নারীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, রেজাউল করিম ইজাবুল (৬৩) ধামইরহাটের বৈদ্যবাটি হটাৎপাড়া গ্রামের গিয়াশ উদ্দিনের ছেলে এবং মালেকা খাতুন (৩৫) কোটচাঁদপুর উপজেলার দোয়ার পাড়া গ্রামের নাজির হোসেনের স্ত্রী।

ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল তৈরি করে দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আকাশে মেঘ জমায় ইজাবুল গরু আনার জন্য মাঠে যান। গরু নিয়ে বাড়ির পথে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান ইজাবুল। তবে তার গরুগুলো ভয়ে দৌড়ে পালিয়ে বাড়িতে চলে যায়।

অন্যদিকে, কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, বিকেলে কালো মেঘে আকাশ ঢেকে যায়। হালকা বাতাসের সাথে বজ্রবৃষ্টি শুরু হয়।

এ সময় মালেকা খাতুন বাড়ির পাশের জমিতে রাখা ধানের খড় গোছাতে যান। এ সময় বজ্রপাতে মালেকা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।