কোভিড-১৯: রাজশাহী ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মারা গেছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2021, 09:32 AM
Updated : 11 April 2021, 09:32 AM

রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান বলে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান।

সাইফুল বলেন, “এক সপ্তাহ আব্দুর রাজ্জাক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।”

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. অলীউল আলম জানান, প্রফেসর আব্দুর রাজ্জাক ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারিতে উপাধ্যক্ষ হিসেবে অবসর নেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিলেন। তার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জে হলেও তিনি পরিবারসহ রাজশাহী নগরের বিনোদপুর এলাকায় থাকতেন।