ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু

হরতালে হেফাজতের তাণ্ডবে বন্ধ হয়ে যাওয়া ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটের ট্রেন চলাচল ১২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2021, 07:22 PM
Updated : 28 March 2021, 07:22 PM

রোববার রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. সোয়েব একথা জানান।

দুপুরে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ওসি মাজহারুল করিম বলেছিলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের মধ্যবর্তী তালশহর এলাকা অতিক্রম করার সময় হরতাল সমর্থনকারীরা ইট-পাটকেল ছোড়ে। তাই নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হায়েছে।

স্টেশন মাস্টার সোয়েব জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । পরিস্থিতি স্বাভাবিক হওয়া রাত ১০টায় বিভিন্ন স্টেশনে আটকের থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ছেড়ে গেছে।