চুয়াডাঙ্গায় আইনজীবীদের উপর হামলার অভিযোগ, মানববন্ধন-বিক্ষোভ

চুয়াডাঙ্গায় আইনজীবীদের উপর হামলার অভিযোগে প্রতিবাদ ও আদালতে ‘দুর্নীতিগ্রস্ত’ দুজন কর্মচারীর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2021, 09:58 AM
Updated : 21 March 2021, 09:58 AM

রোববার সকালে আদালতের সামনে জেলা আইনজীবী সমিতি এই কর্মসূচির আয়োজন করে।  

সমাবেশে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তালিম হোসেন আদালতের জজশিপের দুই কর্মচারীকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযৈাগ করেন।

তিনি বলেন, “তাদের মতো দুর্নীতিগ্রস্ত কর্মচরারীরা আমাদের বিজ্ঞ আইনজীবীদের উপর লাঠিসোঠা নিয়ে হামলা করতেও দ্বিধাবোধ করেনি। গত বৃহস্পাতিবার তারা আইনজীবীদের ওপর হামলা করেছে।”

তিনি এই হামলার সুষ্ঠু বিচার এবং একজন বিচারকের নাম উল্লেখ করে তার অপসারণ দাবি করেন।

একই সঙ্গে ওই দুই কর্মচারীরও জেলার বাইরে বদলির দাবি জানান।

তা না হলে তারা আদালত বর্জন কর্মসূচিসহ লাগাতার আন্দোলনের হুমকি দেন।  

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী সেলিম উদ্দীন খান, শামসুজ্জোহা, মসলেম উদ্দীন, আ.স.ম. আব্দুর রউফ, রফিউর রহমান প্রমুখ।

গত ১৮ মার্চ চুয়াডাঙ্গা আদালতে আইনজীবী ও জজশিপ কর্মকর্তা-কর্মচারী পরস্পরের বিরুদ্ধে নানা বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন। সেদিনই জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা।